
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’’ এর শুভ উদ্বোধন ০৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট এর মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসব এর তাৎপর্যসহ দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত রাখলে মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য তুলে ধরেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু ও ইয়াহইয়া ফজল, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খসরুজ্জামান, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব আজিম উদ্দিন প্রমুখ।
০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ম্যাচসমূহের ফলাফল :
১ম ম্যাচ : তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট ৩-০ গোলে হযরত শাহ্-জালাল (রহঃ) ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয়।
২য় ম্যাচ : বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট বনাম জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে বালাগঞ্জ সরকারি কলেজ ৫-৪ গোলে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-কে হারিয়ে বিজয়ী হয়।
৩য় ম্যাচ : সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ সিলেট ৪-০ গোলে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয়।
৪র্থ ম্যাচ : দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট ১-০ গোলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সেনানিবাসকে হারিয়ে বিজয়ী হয়।
১০ ডিসেম্বর ২০২৫ বুধবার এর ম্যাচসমূহ (ভেন্যু : বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠ, সিলেট) :
১ম ম্যাচ (সকাল ১০.০০ টা) : তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট বনাম বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার, সিলেট।
২য় ম্যাচ (বেলা ১২.০০ টা) : এম. সি. কলেজ, সিলেট বনাম ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
৩য় ম্যাচ (বেলা ০২.০০ টা) : দয়ামীর কলেজ, ওসমানীনগর, সিলেট বনাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট।
৪র্থ ম্যাচ (বেলা ০৩.৩০ টা) : জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট বনাম কানাইঘাট সরকারি কলেজ, কানাইঘাট, সিলেট।