1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

আবারও সিলেট আল-হারামাইন হাসপাতালে ভু’ল চিকিৎসার অভিযোগ প্রবাসীর?

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

আল হারামাইন হাসপাতালে ভু’ল চিকিৎসায় বাবার মৃ:ত্যু—অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক কন্যার অভিযোগে সিলেটে তোলপাড়–❗

সিলেটের প্রথম শারীর উন্নত ও বিশ্ব মানের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আল হারামাইন হাসপাতালে ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণে বেদার আহমেদ নামের এক ব্যাক্তি মারা গেছেন। অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ে ডাক্তার নূরিয়া জাহান কেয়া তার বাবাকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলেছেন। এ ঘটনায় প্রবাসী মেয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই তিনি নিয়মিত ফেসবুকে সব অভিযোগ ও তথ্য তুলে ধরছেন, যাতে সিলেট সহ সারা বিশ্বের মানুষ সত্যটি জানতে পারে এবং ন্যায়বিচারের আন্দোলন জোরদার হয়।

ডা. নূরিয়া জাহান কেয়া জানান, তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই চিকিৎসায় গাফিলতি চোখে পড়ে। দায়িত্বে থাকা ডা. রাহাত আমিনসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফরা বারবার অনুরোধ সত্ত্বেও ট্রিটমেন্ট শিট, RBS চার্ট, দায়িত্বরত ডাক্তার-নার্সদের নামসহ গুরুত্বপূর্ণ নথি পরিবারকে প্রদান করেনি কতৃপক্ষ। নথি গোপনের এই বিষয়ে তাদের সন্দেহ আরও গভীর থেকে গভীরতর হয় ওঠে।

পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও অবহেলায় বেদার আহমেদের মৃত্যুর মূল কারণ। তারা ইতোমধ্যে BMDC, DGHS, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইনি মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করেছেন। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার তাদের প্রধান দাবি।

ভুক্তভোগী পরিবারের চার দফা দাবি— ভুল চিকিৎসা ও অবহেলার স্বচ্ছ তদন্ত। সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফদের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা। ভবিষ্যতে এমন অবহেলা রোধে কঠোর নজরদারি। হাসপাতাল কর্তৃপক্ষের নথি গোপনের ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা।

ডা. নূরিয়া জাহান কেয়া আবেগঘন বার্তায় বলেন— আমার বাবা আর ফিরে আসবেন না আমাদের মাঝে। কিন্তু এই লড়াই শুধু আমার একার নয়, সবার সারা সীলেট বাসীর। আজ আমার বাবা, কাল হয়তো আপনাদের কারও বাবার এভাবে ভুল চিকিৎসায় অকালে মৃত্যু বরণ করতে পরেন।  তাই এখনই অনলাইন-অফলাইন প্লেটফর্মে স্বচ্ছার প্রতিবাদ গড়ে তুলুতে হবে যাতে করে এভাবে ভুল চিকিৎসা ও গাফিলতির কারনে অকালে কারো প্রিয়ো স্বজন হারাতে না হয় —এটাই আমাদের ন্যূনতম দায়িত্ব।

এরকম একটি বিশ্বমানের হাসপাতালে ভুলচিকিৎসা ও গাফিলতিতে প্রতিনিয়ত রোগীর মৃত্যু হচ্ছে এটা কোনভাবেই মেনে নেয়া যায়না!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট