1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় ‘সাউথ এশিয়া বাজার ২.০’ অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

মোঃ আসিফুজ্জামান আসিফ: বাংলাদেশের সংস্কৃতি, কারুশিল্প, স্থানীয় পণ্য এবং তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন তুলে ধরতে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজন ‘সাউথ এশিয়া বাজার ২.০’। শুক্রবার সকালে সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবটির সূচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ এবং ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের যৌথ আয়োজনে এবারের মেলা ছিল নানা আয়োজন, আকর্ষণ ও অংশগ্রহণে সমৃদ্ধ। আয়োজকরা জানিয়েছেন, বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের অংশ হিসেবে এই উৎসব তরুণদের উদ্যোক্তা মনোভাব, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় ছিল দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ পণ্য, স্থানীয় খাবার, হস্তশিল্প, লোক সংস্কৃতি, মেহেদি কর্নার, কসপ্লে সেগমেন্ট, রনোপা ও বায়োস্কোপ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি সৃজনশীল ব্র্যান্ডিং, প্রদর্শনী ও নানা উদ্ভাবনী স্টল ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। তরুণ উদ্যোক্তারা তাদের নতুন পণ্য ও ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে ব্যাপক সাড়া পান।

আয়োজকরা আরও বলেন, ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ‘সাউথ এশিয়া বাজার ২.০’ ধীরে ধীরে দেশের উদীয়মান উদ্যোক্তাদের একটি বার্ষিক প্রধান আকর্ষণের স্থানে পরিণত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট