খেলাফত মজলিস মনোনীত সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ৫ আগস্ট চব্বিশের পট পরিবর্তনের পর ইসলামী শক্তির ঐক্যের জন্য জাতী মুখিয়ে আছে। আগামীর নতুন বাংলাদেশে ইসলামের আদর্শিক রাষ্ট্র ব্যবস্থাই একমাত্র বিকল্প। দূর্নীতি ও বৈষম্যহীন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইসলামী রাজনৈতিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। কিন্তু সেই ঐক্য যাতে না হয়, সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। দেশের এই ক্রান্তিকালে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহঃ) এর উত্তরসূরী জামেয়ার প্রাক্তন ছাত্র ভাইদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রাক্তণ ছাত্রদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর তালতলাস্থ হোটেলে গুলশানের কনফারেন্স হলে জামেয়ার প্রাক্তন ছাত্র ভাইদের সাথে সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামেয়ার ফাযিল ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি বিশিষ্ট আলেম প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সকল প্রাক্তন ছাত্র ঐক্যবদ্ধ ভাবে মাওলানা তাজুল ইসলাম হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মাওলানা তাজুল ইসলাম হাসান সিলেট-১ আসনের একজন উপযুক্ত প্রার্থী। তাকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার পথ সুগম করতে জামেয়ার ফুযালা ও প্রাক্তন ছাত্র ভাইদের এগিয়ে আসতে হবে।
জামেয়ার সাবেক জি.এস ও প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান এবং মাওলানা হোসাইন আহমদ মিসবাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামেয়ার প্রাক্তণ ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, জামেয়ার প্রাক্তণ ছাত্র ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা সাদিকুর রহমান, জামেয়ার ভাইস প্রিন্সিপাল মুফতী ইউসুফ বিন হাবীব, প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আহমদ হোসাইন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, খেলাফত মজলিসের মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, জামেয়ার প্রাক্তণ ছাত্র হাফেজ মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, মাওলানা মনজুরে মাওলা, মুফতী রশীদ আহমদ, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা তফজ্জুল হক, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাজী আব্বাস জালালী, মাওলানা কয়েছ আহমদ, মাওলানা আবুল হাসনাত, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা সেলিম আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন প্রমুখ।