
ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস প্রোগাম উপলক্ষে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে রবিবার (৩০ নভেম্বর) নগরীর নাইয়রপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লায়ন হারুন আল রশীদ দিপু এমজেএফ এর সভাপতিত্বে ও লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন মোস্তফা শাহ জামান, লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন শামছুল আলম খান, লায়ন নাজনীন হোসেন, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন মনছুর আলম চৌধুরী, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন আব্দুল্লাহ আল মামুন সামুন, লায়ন মঞ্জুর হোসেন, লায়ন মাছুম জোয়ারদার, লায়ন হিমেল কর্মকার, লায়ন হুমায়ুন কবির, লায়ন সানজিদা খানম, লায়ন কার্তিক পাল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, লায়ন্স ক্লাব আন্তর্জাতিক মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। সিলেটের লায়ন্স ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতের সেবা পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্বব্যাপী লায়ন্সদের সেবা কার্যক্রম আজ মানবতার অনন্য দৃষ্টান্ত। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দৃষ্টি সুরক্ষা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ বিভিন্ন খাতে লায়ন্সদের অংশগ্রহণ প্রশংসনীয়। মতবিনিময় সভার মাধ্যমে সিলেট অঞ্চলের ক্লাবগুলো আরও সুসংগঠিতভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আগামী ১৮ই ডিসেম্বর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস উপলক্ষে বিভিন্ন লায়ন্স ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে।