ল্লিতে বিস্ফোরণ, কলকাতাতেও হাই-অ্যালার্ট! নড়সড়ে বসল লালবাজারশেষ পাওয়া আপডেটে দিল্লি থেকে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে ২৪। এলাকার বাসিন্দারা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা।

Susovan Bhattacharya | Edited By: জয়দীপ দাস
কলকাতা: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। গাড়ির বনেটের উপর ছিন্নভিন্ন দেহ, আসছে একের পর এক মৃত্যুর খবর। নাশকতা না নেপথ্যে অন্য কোনও কারণ তার পুরোদমে তদন্ত শুরু হয়েছে। পার্ক করা গাড়িতে কি বোমা রাখা হয়েছিল? উঠছে প্রশ্ন। ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই গোটা রাজধানীতে হাই অ্য়ালার্ট জারি করে দেওয়া হয়েছে। দিল্লির ঘটনার জেরে সতর্ক লালবাজারও। তৎপর কলকাতা পুলিশ। সূত্রের খবর, দিল্লির ঘটনার জেরে কলকাতা পুলিশ প্রতিটি থানাকে সর্তক করল লালবাজার। পেট্রোলিং ও নাকা চেকিং করে নজরদারির নির্দেশ লালবাজারের।
সূত্র মারফত জানা যাচ্ছে, মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। একইসঙ্গে নজরদারিও বাড়ানো হচ্ছে। গোটা শহরজুড়েই জোরকদমেই চলবে নাকা তল্লাশি।
শেষ পাওয়া আপডেটে দিল্লি থেকে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে ২৪। এলাকার বাসিন্দারা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। কেঁপে ওঠে আশপাশের সমস্ত গাড়ি। চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায় একাধিক গাড়ি। যদিও কিছু সময়ের মধ্যেই উদ্ধার কাজে নেমে পড়ে দিল্লি পুলিশ। সূত্রের খবর, আইবি-র প্রধান, দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্রুত তিনি সবরকমের তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, বিস্ফোরণস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ-এনএসজি।n
formation Credit source: TV 9 Bangla GFX
Bangla News Kolkata High alert issued in Kolkata due to Delhi explosion, Lalbazar warns all police stations
#High Alert in Kolkata #Blast in Delhi #bd