1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা: তিন অভিযুক্ত জামিনে এসে বাদীকে হুমকি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

 

শফিকুল ইসলাম সিলেট প্রতিনিধি | সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুড়ামারা এলাকার ওয়ারিশ আলীর ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১০ অক্টোবর ২০২৫, বেলা তিনটার দিকে মেয়ের বিয়ের জন্য গরু কেনার উদ্দেশ্যে ৭৫,০০০ টাকা নিয়ে বাজারে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে ওয়ারিশ আলীর ওপর হামলা চালায় একই এলাকার কয়েকজন প্রতিবেশী।

অভিযুক্তরা হলেন— আলাল উদ্দীন (৩০), সাবা উদ্দীন (৩২), রাহেল মিয়া (২৮), দুলন মিয়া (২৫), বখল মিয়া (২৩)—সর্ব পিতা মরম আলী, এছাড়া আব্দুল জলিল (৬০)—পিতা মুত আসদ আলী।

ওই ঘটনার পর প্যানাল কোড ১৮৬০ এর ১৪৭/ ১৫৯/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৬৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় আদালত মোট ছয়জনকে আটক করলেও পরবর্তীতে তিনজন জামিনে মুক্তি পান।

মামলার বাদী রাজন মিয়াকে মামলা প্রত্যাহারের জন্য নিয়মিত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এতে মামলার সাক্ষী ও ওয়ারিশ আলীর স্বজনরা আতঙ্কে রয়েছেন।

পরিবার-পরিজনসহ গ্রামের সাধারণ মানুষের দাবি—ঘটনার পর এলাকার মেম্বার ও চেয়ারম্যানের আশ্রয় চাইলে কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়েই তারা কোর্টে মামলা করতে যান। সেই মামলা করার কারণেই এখন ঘরবন্দী জীবন কাটাতে হচ্ছে ওয়ারিশ আলী ও তার পরিবারকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও গুড়ামারা গ্রামের প্রবীণ মুরুব্বী মৌরশ আলী (৬৫) জানান— “বিনা কারণে, বিনা কথা বার্তায় হঠাৎই হামলার চেষ্টা করে জলিল ও মরম আলীর সন্তানেরা।মসজিদের সামনে ওয়ারিশ আলীকে খালের পানিতে ফেলে তারা বেধড়ক মারধর করে। আমরা এলাকাবাসী মিলে মারামারি থামানোর চেষ্টা করি এবং আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।” চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী আমির আলী (৩৮) নিশ্চিত করেন যে হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত নৃশংস। ঘটনার পর থেকে গুড়ামারা এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়ে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট