1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের ৭৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

শফিকুল ইসলাম | সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটিকে ভেঙে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে শুক্রবার রাতে । ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে আলমগীর আলম চেয়ারম্যান কে সভাপতি ও নুরুল আমিন কে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সিলেট জেলা কৃষক দল।

এ সময় উপস্থিত সিলেট ৪ আসনের ধানের শীষের প্রার্থী মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের (আহ্বায়ক) ইকবাল আহমদ (তাফাদার) ও সদস্য সচিব তাজরুল ইসলাম (তাজুল) উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশা আহমেদ। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার (বাদশা) সহ উপস্থিতি ছিল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের।

এ সময় সিলেট জেলা কৃষক দলের নেতৃবৃন্দরা জানান এই উপজেলা কমিটি অনেক আগেই অনুমোদন দেওয়ার কথা ছিল, কিন্তু দলীয় জটিলতার কারণে তা সঠিক সময় অনুমোদন দেওয়া যায়নি। অনুমোদন দিতে হয়েছে কমিটি গঠনের চার মাস পর। বক্তারা আরো বলেন সাবেক আহ্বায়ক কমিটি কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিলেও পুনরায় আপনারা তা জাস্টিফাই করবেন। যে যে ইউনিয়ন গুলোতে নেতা কর্মীরা নিষ্ক্রিয় রয়েছেন তাদেরকে বিলুপ্ত করে পুনরায় নতুন কমিটি গঠন করবেন এবং মনে রাখবেন আগামী নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সর্বাত্মক অবদান রাখতে হবে। নির্বাচনের আগে আগেই চেষ্টা করবেন ওয়ার্ড কমিটি গুলো গুছানোর । মনে রাখবেন দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে, পাড়া মহল্লায় পৌঁছে দেওয়া কৃষকদলের অন্যতম দায়িত্ব।

কমিটি হাতে পাওয়ার পরেও, যদি আপনারা দলীয় কার্যক্রম ও জনবল বাড়াতে না পারেন তাহলে সেটি আপনাদের ব্যর্থতা।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি আলমগীর আলম চেয়ারম্যান জানান, আমি আমার সর্বোচ্চটা দিয়ে নুরুল ভাইকে সাথে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ছয়টি ইউনিয়ন কমিটি এবং ৫৪ টি ওয়ার্ডের, ওয়ার্ড কমিটি নির্বাচনের আগে আগেই গঠন করা হবে‌। এবং প্রত্যেক কমিটিতে দলের ত্যাগী নেতৃবৃন্দদের অবস্থান দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী তাদেরকে সাথে নিয়ে গড়ে তুলবো এক নতুন উপজেলা কৃষক দল।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন জানান, আমি বিগত সময় কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ৬টি ইউনিয়নকে গোছানোর দলের দুঃসময়ে ৬ ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে জেলা উপজেলায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি । যারই ফলশ্রুতিতে সিলেট জেলা কৃষক দল আবারও আমাকে সম্মানিত করেছেন। আমি সিলেট জেলা নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দল এখন নতুন মোড়কে সাজবে। ছয়টি ইউনিয়নের কমিটি গুলো পুনরায় গঠন করা হবে এবং ৫৪ টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি অতি দ্রুতই গঠন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামীতে সমস্ত উপজেলা মিলে কৃষকদলের নেতৃবৃন্দের সংখ্যা দাঁড়াবে দুই হাজারের বেশি, বলে আশা করছি ।

কোম্পানীগঞ্জ উপজেলা ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ইকবাল আহমদ তাফাদার। সভাপতি, আলমগীর আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুরুল আমিন (নুরুল) সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রায়হান পাশা, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি: মোঃ নুরুল হোসেন মোল্লা, মোঃ হাসমত আলী, মোঃ মনিরুজ্জামান, মোঃ আমানুল্লাহ , মোঃ ইকবাল হোসেন, চান মিয়া, মোঃ অলিবুর রহমান, মোঃ নুরুল আমিন (মেম্বার) , মোঃ রফিকুল ইসলাম, হান্নান মিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল করিম, জামিল আহমদ, মোঃ দেলোয়ার, মোঃ ফারুক, জামাল উদ্দিন, আঙ্গুর হোসেন, শাহাদাৎ খাঁ, জাকির মিয়া, মোঃ সমু মিয়া সহ-সাধারণ সম্পাদক : মোঃ রহমত আলী, মোঃ আমিন উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক: দুলাল মিয়া, মাহবুব আলম, মহিবুল ইসলাম, মোঃ আব্দুল গনি। অর্থ সম্পাদক মোমেন মিয়া, দপ্তর সম্পাদক বদরুল আমিন, সহ দপ্তর সম্পাদক আলাউদ্দিন বাবুল মিয়া, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন, সহ প্রচার সম্পাদক শাহনুর আহমদ, প্রকাশনা সম্পাদক ইন্তাজুর রহমান, শাহ আলী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রতন মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কুদ্দুস মিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক, আলী হোসেন তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আমিনুল ইসলাম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, দ্বীন ইসলাম স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক, মনির উদ্দিন বিদ্যুৎ ও জলবায়ু বিষয়ক সম্পাদক, কালা মিয়া পাঠাগার বিষয়ক সম্পাদক, সম্মানিত সদস্য: সাধু মিয়া, আফসর উদ্দিন, জাহেদ হোসেন, আক্তার হোসেন, শাহিন মিয়া, আলাল মিয়া, বক্স, শামসুন নূর, মোহাম্মদ আলী, সুখেরা খাতুন, ইসমাইল আলী, আকরাম হোসেন , মুজাহিদ মিয়া, শাহাবুদ্দিন, জালাল মিয়া, জামাল উদ্দিন, বোরহান উদ্দিন, সাইনুল হক, বাদশা মিয়া, খোকন মিয়া, তোফায়েল আহমদ, ইন্তাজ আলী, বাবুল মিয়া, রুবেল ও মিয়াকে সদস্য করে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন সিলেট জেলা কৃষক দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট