1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাদ যোহর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক।

এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং সাধারণ মানুষের কল্যাণে যে অবদান রেখেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থেকেও তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেছেন। তাই তার সুস্থতা শুধু দলের নয়, পুরো জাতির প্রত্যাশা।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তিনি সুস্থ হয়ে পুনরায় জনমানুষের মাঝে ফিরে আসলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক সিরাজী, দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হাসান নজম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, ৩নং ওয়ার্ডের মেম্বার বাবরু মিয়া প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে ৬নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বালাগঞ্জ দেওয়ান বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট