1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

গাইবান্ধায় শীতের আগমন, প্রকৃতিতে ঋতুর নতুন ছোঁয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মো: শুভ ইসলাম, জেলা প্রতিনিধি গাইবান্ধা :: গাইবান্ধার সদর উপজেলায় ১১ নং গিদারী ইউনিয়নে ঋতুর পালাবদলের সাথে প্রকৃতির রূপেও এসেছে পরিবর্তন। শরতের বিদায়ের পর হেমন্তের আগমন শীতের আগাম বার্তা নিয়ে এসেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠ-ঘাটে নেমে আসে সাদা কুয়াশার চাদর।

আজ শনিবার সকালে গাইবান্ধা উপজেলার গিদারী ইউনিয়নের আনালেরছড়া এলাকার গ্রামাঞ্চলে এমন মনোরম দৃশ্য চোখে পড়ে। সরেজমিনে দেখা গেছে, রাস্তার দূর্বাঘাসে জমে থাকা কুয়াশা ভোরের হালকা বাতাসে হয়ে উঠেছে আরও মোহনীয়।

স্থানীয়: কৃষক মো: মাহাবুর রহমান জানান, ভোরের বাতাসে এখন হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

গ্রামীণ জনপদে বেড়েছে অতিথি পাখির আনাগোনা। শিশিরভেজা পাতায় সন্ধ্যার কুয়াশা আর আকাশের জোছনা মিলে চারপাশের প্রকৃতি হয়ে উঠেছে আরো রহস্যময় ও মনোমুগ্ধকর।

স্থানীয়দের মতে, গাইবান্ধা সদরে শীত মানেই প্রকৃতির ভিন্ন সাজ, অতিথি পাখির কোলাহল আর উৎসবমুখর গ্রামীণ জীবন। সবকিছুই জানান দিচ্ছে- শীত এখন একেবারেই দরজায় কড়া নাড়ছে।

অক্টোবরের শুরু থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে শীতের প্রভাব স্পষ্ট হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট