
গোয়াইনঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সমন্বয় কমিটির সাধারণ সভা শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
তোয়াকুলে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আব্দুল আহাদ বাবুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় তেলাওয়াত করেন আশরাফুল ইসলাম। সভায় ভূল বুজাবুজির অবসান ঘটে এবং নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত এবং আগামী সভার তারিখ নির্ধারণ করা হয়।
বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আহবায়ক সাবেক কুয়েত প্রবাসী জনাব আব্দুল্লাহ মেম্বার ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক সহ সাধারণ সম্পাদক, পরিষদের সংবিধান প্রনোয়ন কমিটির অন্যতম সদস্য এম এ মান্নান, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কুয়েত শাখার সহ সভাপতি ইমাম উদ্দিন খাঁন, কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কুয়েত শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, দুবাই শাখার সংগ্রামী সভাপতি মুসা আল আকবর, ওমান শাখা সেক্রেটারি এনাম উদ্দিন, ওমান শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুস ছামাদ, রুবেল মেম্বার, মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আশরাফুল ইসলাম, সমন্বয় কমিটির অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, মাসুক আহমদ, মোশাররফ হোসেন, স্যার ও সাংবাদিক আব্দুল মতিন, বসির উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।