ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মরা চেলা নদী থেকে শফিক মিয়ার বসত ভিটার জন্য বালু উত্তোলনের সময় স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী নুর নবী ও তার সহযোগীদের হামলায় আহত ৫ জন। এদিকে বুধবার (১২ডিসেম্বর) সকাল সাড়ে এগারো টার দিকে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, বৈশাকান্দি বাহাদুরপুর, ওমর আলীর ছেলে শফিক মিয়া মরা চেলা নদীর পুর্ব দিক থেকে নিজ বসত ভিটা ভরাটের জন্য মাটি তুলতে গেলে একই গ্রামের নুর নবী, ফয়জুল হক ও তার সহযোগীরা বাঁধা দেয় এবং ১ লাখ টাকা চাঁদা দাবী করে। এতে শফিক মিয়া অসম্মতি প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে স্থান ত্যাগ করে চলে যায়।
পরবর্তীতে নুর নবী ও তার ছেলে ফয়জুল হক সহ তাদের সহযোগীরা শফিক মিয়ার উপর দেশী অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে হামলা চালায় এতে শফিক মিয়ার ছেলে, ভাতিজা সহ বেশ কয়েকজন আহত হন।

এতে গুরতর জখম হয় রুবেল মিয়া (২২) আনোয়ার হোসেন (৩৫), আক্তার হোসেন (২৫) আইন উদ্দিন (২১) আব্দুস ছত্তার (২৮) নাছির উদ্দিন (২৬), আহতরা চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে শফিক মিয়া বাদী হয়ে নুর নবী ও তার সহযোগীদের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ছাতক থানার ওসি জানান, আমি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নিবো।