অপরাধ প্রতিবেদক | সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নদীর পাড়ে জমিদার মসজিদ এর নিচ থেকে স্থানীয় প্রশাসনের এক অসাধু কর্মকর্তা জাফলং বিটে কর্মরত এএসআই রেজওয়ান ও কনস্টেবল হামিদুলকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে অবৈধভাবে রাতের আঁধারে বালু পাথর লুট-পাট করা হচ্ছে।
লুটপাট এর সাথে জড়িত রয়েছেন যারা, স্থানীয় বিএনপি'র অঙ্গ সংগঠনের যুব দল নেতা হেলোয়ার, যুব দল নেতা মাহমুদ, যুব দল নেতা ইউসুফ তাদের নেতৃত্বে প্রতি ১০ চাকার গাড়ি থেকে ১ হাজার টাকা, ৬ চাকার গাড়ি থেকে ৫০০ টাকা, মাহিন্দ্রা ট্রাকটার থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করছেন এবং জাফলং চা বাগান এলাকায় প্রতি বারকি নৌকা থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে স্থানীয় লোকজনদের অভিযোগে পাওয়া গেছে ।
স্থানীয় এক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে এ এস আই রেজওয়ান ও হামিদুল তারা দীর্ঘদিন থেকে এই বিটে কর্মরত থাকার কারণে স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের সাথে একান্ত পরিচিত হওয়ার কারণে এইসব প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে ভারতীয় অবৈধ চোরাচালান সহ সকল ধরনের অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন জাফলং এর প্রতিটি এলাকায়। আর এই সকল অবৈধ কার্যকলাপের টাকার ভাগ পৌঁছে যায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পকেটে যার কারণে সবাই নীরব ভূমিকা পালন করছে।