1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

জামিয়া নূরে মদিনা সিলেটের বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ মঙ্গলবার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ সুহেল আহমদ।

সিলেট নগরীর শাহপরান রহ থানাধিন ৩৫নং ওয়ার্ডের মেজরটিল, ইসলামপুরের শ্যামলীস্থ জামিয়া নূরে মদিনা সিলেট এর বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ ১১ নভেম্বর মঙ্গলবার শ্যামলী মেইন রোড পয়েন্টে বিকাল ২টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হবে।
বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন দারুস সালাম মাদ্ররাসার মুহতামিন শায়খ মুফতি ওলিউর রহমান, নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদীস শায়খ আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মারকাযুল উলূম টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম, মেডিকেল সার্ভিস ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের পরিচালক ও আল আমান জামে মসজিদের ভারপ্রাপ্ত মুতাওয়াল্লী কর্ণেল ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী, জামিয়া নূরে মদিনা সিলেটের উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা এমদাদুর রহমান খান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন যুগের খালিদ বিন ওয়ালিদ আল্লামা আওরঙ্গজেব ফারুকী- পাকিস্তান। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন শায়কুল হাদীস মুফতি জাকির হোসাইন খাঁন- ঢাকা, সাহেবজাদায়ে মুফতি শহিদুল ইসলাম রহ. (সাবেক সংসদ) মুফতি তালহা ইসলাম- ঢাকা।
আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন- আজাদ দ্বীন এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব শায়খ আব্দুল বছির, ধনকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ খাঁন, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ সিলেটের শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, সোবহানিঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, জমিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জামিয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক্ব কাসেমী, জামেয়া ফারুক্বিয়া সিলেটের প্রিন্সিপাল ক্বারী আব্দুল মতিন, কুতবে বাঙ্গাল শায়খে কাতিয়া রহ. নাতী মুফতি মনজুর রশীদ আমিনী, হাফিজ মাওলানা সা’দ আহমদ আমিন, মুফতি আবুযর রেজাওয়ান, মাওলানা শায়খ আব্দুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইমদাদুল হক্ব নোমানী, মাওলানা মুতিউর রহমান চৌধুরী, মাওলানা সৈয়দ সারিম ক্বাসেমী, হাফিজ মাওলানা আবুল হুসাইন হাবিবী, মুফতি মাসুম আহমদ, মাওলানা রফিকুল ইসলাম যাকারিয়া, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ওলিউর রহমান কোরেশী, মাওলানা মিজানুর রহমান, হাফিজ মাওলানা সাইফুর রহমান নিজামী প্রমুখ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সুনামগঞ্জ-৩ আসনে সংসদ প্রার্থী পীরজাদা সৈয়দ তালহা আলম।
ইসলামী মহাসম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামিয়া নূরে মদিনা সিলেটের মুহতামিম মাওলানা এরশাদ খান হাবিব, পরিচালনা কমিটির সভাপতি হাফিজ সৈয়দ এহসান আহমদ, মাহফিল ইন্তেজামিয়া কমিটির আহবায়ক আফজাল চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট