
সুনির্মল সেন:
বেগম খালেদা জিয়া—বাংলাদেশের রাজনীতিতে এক দৃঢ়, সাহসী এবং আপোষহীন ব্যক্তিত্বের নাম।দেশের কঠিন কঠিনতর সময়গুলোতে খালেদা জিয়া দায়িত্ব নিয়েছেন।
এ ছাড়া তিনি নেতৃত্ব দিয়েছেন, জনগণের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশের গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীন মতের পক্ষে তাঁর অবস্থান তাকে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ আপোষহীন নেত্রীতে পরিণত করেছে।
বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশ্লেষণ করলে এটাই প্রতিয়মান হয় রাজনৈতিক প্রজ্ঞা তাকে এতোদূর আসতে সহায়তা করেছে! এই কথাটি সকল স্থরের রাজনৈতিক নেতৃবৃন্দ অস্বীকার করার কোনো উপায় নেই।
বলতে গেলে প্রথম দিকে তাঁর রাজনৈতিক পথ ছিল কখনোই সহজ নয়। ভিন্ন ভিন্ন সময়ে দীর্ঘ কারাবাস- অসহনীয় নির্যাতন- ব্যাপক অপবাদ, চলার পথে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা।সব বাধা পেরিয়েও তিনি নিজের বিশ্বাস থেকে কখনো সরে দাঁড়াননি।
দেশের সাধারণ মানুষ, মুক্তমনা গণতন্ত্রপ্রেমী জনতা, রাজনৈতিক কর্মীরা তার ভেতরে দেখেছেন এক মমতাময়ী ‘মা’-এর মতো শক্ত, অভয় দেওয়া আশ্রয়। আবার তাঁর মাঝে অনেকে দেখেছেন অসীম সাহসী আপোষহীন সংগ্রামী এক নারীকে। এক কথায় যিনি ভয়কে ভয় করেন না।
মানুষের দুঃখ-কষ্ট-বঞ্চনা-ক্ষমতাহীন মানুষের পক্ষের রাজনীতি, এসবই তাকে দেশের কোটি মানুষের কাছে আজও আপন করে রেখেছে।
দেশের জনগণের কাছে ‘মমতাময়ী মা’ খালেদা জিয়ার জীবন ছিলো দেশের জন্য, মানুষের জন্য—এটাই তাকে ইতিহাসে অনন্য করে রেখেছে।
আজ এই মমতাময়ী মা খালেদা জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।জাতির জন্য তার অবদান অপরিসীম, তার উপস্থিতি এখনো লাখো মানুষের মনে আশার প্রতীক।
আমরা যারা তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রার সাক্ষী। আমরা সবাই এখন একটাই কামনা করি সুস্থ হয়ে ফিরে আসুন তাঁর আগের অবস্থায়। তিনি যেনো আবার নিজ শক্তি ও প্রজ্ঞা নিয়ে ফিরে দাঁড়াতে পারেন, সর্বশক্তিমান মালিকের কাছে এটাই এখন একমাত্র প্রার্থনা।
Writer: Sunirmal Sen