
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে এবং ঢাকায় অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথ উপজেলার মিয়ার বাজারে হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদরাসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অত্র ক্যাম্পাসের ছাত্র সংসদের ভিপি ইকবাল হোসাইন রাহেল কামালীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্র সাইফুর রহমান জাকারিয়া, হাফিজ সায়মন আহমদ, ও আব্দুল হামিদ।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মাস্টার সুয়েদ আহমদ।
ছাত্র সংসদের ভিপি ইকবাল হোসাইন রাহেল কামালী বলেন, আমি একজন ছাত্র,আমি নীরব থাকতে পারি না। যে শিক্ষক জাতি গড়েন তার প্রতি অবমাননা মানে জাতির প্রতি অপমান। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে এ শিক্ষার মেরুদণ্ড হচ্ছেন শিক্ষকেরা।
উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ বলেন, “আমরা আমাদের নির্যাতনের প্রতিকার না পেলে প্রয়োজন পড়লে লাগাতার কর্মসূচি দেব। কর্মসূচিতে যদি কাজ না আসে তাহলে প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ কিছু শিক্ষকের বাড়িভাড়া ন্যায়সঙ্গতভাবে দেওয়া হচ্ছে না, আবার কিছু শিক্ষকের সঙ্গে বৈষম্য করা হচ্ছে — আমরা আর এ ধরনের বৈষম্যের শিকার হতে চাই না।”
ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মাস্টার সুয়েদ আহমদ বলেন, “কয়েক দিনের মধ্যে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। দুই দিন পর দাখিল দশম শ্রেণির টেস্ট পরীক্ষা, আগামী ২৫ তারিখ থেকে ফাজিল পরীক্ষা — এমন গুরুত্বপূর্ণ সময়ে সরকার কেন উদাসীন, তা আমরা বুঝি না। শিক্ষকরা কখনোই চান না শিক্ষার্থীর ক্ষতি হোক। কিন্তু সরকারের এই নিষ্ক্রিয়তা দেখে মনে হচ্ছে তারা শিক্ষার্থীদেরই ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে চাই না। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি শিক্ষকদের আন্দোলন। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা আমাদের ন্যায্য দাবি জানিয়েছি, যাতে আজকের মধ্যেই সেই দাবি পূরণ হয়।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র ক্যাম্পাসের আরবি প্রভাষক মাওলানা দিলোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল মাসুদ, বাংলা প্রভাষক মোছা: লুৎফা বেগম, ইংরেজি প্রভাষক মাস্টার আলমগীর হোসাইন সোহাগ, সিনিয়র শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাস্টার মুস্তাক আহমেদ, রাসেল আহমেদ, আলমগীর হোসেন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা হেলাল উদ্দীন, মাস্টার হোসেন রজবি মুন্সি, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, ও মাওলানা আবদুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও সংবাদকর্মী জাবু শাহ, আব্দুল হামিদ, মাহফুজুর রশীদ, তাজুল ইসলাম, হাফিজ সায়মন আহমেদ, জুয়েল মাহমুদসহ প্রমুখ।