
শিখাবিডি ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতি দলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন কে (মঙ্গলবার সন্ধ্যায়) একগুচ্ছ ধানের শীর্ষের সংবর্ধনা ও ভালোবাসা উপদেশ পরামর্শ দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং এম.সাইফুর রহমান ডিগ্রী কলেজের গভার্নিং বর্ডির অন্যতম সদস্য ওমর ফারুক, এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবদল নেতা সেবুল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিলেট সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতি দলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব নিজ অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে পালন করার চেষ্টা করব। আমি এর আগে সিলেট জেলা তাঁতি দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয় এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা সচেষ্ট ছিলাম। এখন যেহেতু কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতি দল আমি তথা আমাদের আওতায় দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করব, অতি শীঘ্রই ছয়টি ইউনিয়ন ও ৫৪টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তাঁতি দলের জনবল বাড়িয়ে জেলা নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করর।
একই সাথে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে, পাড়া মহল্লায় পৌঁছে দেওয়া এখন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতি দলের অন্যতম দায়িত্ব। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, ওমর ফারুক বলেন, অতীতে যেভাবে কোন পদ-পদবীতে না থেকে আপনারা দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। আজকে তারই ফলস্বরূপ আপনাদের এই অবস্থান। যেহেতু এখন একটি পুরো কমিটি সুন্দরভাবে গঠন করে দিয়েছেন জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ, আমি আশা করব আপনারা সেই কমিটির দায়িত্ব কর্তব্যের সাথে পালনের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষ কে জয়ী করতে যথেষ্ট ভূমিকা রাখবেন। ইনশাআল্লাহ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে।