
শিখাবিডি ডেস্ক :: সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও উদীয়মান তরুণ দীপঙ্কর দ্বীপ -এর অকাল মৃত্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিলেট গভীরভাবে শোকাহত ও মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করছি। দীপঙ্কর দ্বীপ ছিলেন একজন মেধাবী, প্রতিভাবান এবং সমাজ সচেতন তরুণ, যিনি অনলাইনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে নিরলস ভাবে কাজ করেছেন। পড়ালেখার উদ্দেশ্যে মালয়েশিয়ায় গমন করেছিলেন তিনি এবং সেখান থেকেই তাঁর অকাল মৃত্যুর খবর আমাদের সকলকে শোকাহত করেছে। আমরা তার বিদেহী আত্মার চিরো শান্তি কামনা করছি, সেই সথে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই। তারুণ্য আজ হারিয়েছে এক সৃজনশীল প্রাণ। দীপঙ্করের সৃষ্টি ও ভাবনা আমাদের মাঝে বেঁচে থাকবে চিরোকাল।