সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম বলেছেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এ উৎসব এখন সর্বজনীন মিলনমেলা। সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে এবং থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা পুরো জাতির জন্য গৌরবের। তিনি বলেন, বাংলাদেশ বহুধর্মীয় ও বহুজাতি সম্প্রদায়ের দেশ। এখানে কোনো সম্প্রদায়কে ভীতির মধ্যে বসবাস করতে দেওয়া হবে না।
বুধবার (১ অক্টেবার) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজামন্ডপ ছাড়াও পৌরসভার কয়েকটি পুজামন্ডপ, বাঘা ইউনিয়নের সার্বজনীন পূজা মণ্ডপ, কালকোনা সার্বজনীন পূজা মণ্ডপ, উওরগাও কালাচাঁদ পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমদ মাষ্টার, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেনাম আহমদ, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন সাইফুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোলেমান আহমদ প্রমুখ।