আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা যুবদলের অধীনস্থ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের সমূহ কর্মীসভা স্থগিত করা হয়েছে।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং উপজেলা যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে পূর্বনির্ধারিত কর্মীসভাগুলো নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সেগুলো স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেট-২ আসনের ওসমানীনগর উপজেলা, সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলা ও পৌর, রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং শনিবার (২৭ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিন ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর নির্দেশে দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের কর্মীসভা স্থগিত করার বিষয়ে অবগত করেন। তিনি বলেন, পরবর্তীতে কর্মী সভার তারিখ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।