1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় আম্বরখানায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় আম্বরখানায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এক দোয়া মাহফিল ও দুস্থ্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর আম্বরখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এবং সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেল এর সার্বিক তত্ত্বাবধানে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এবং সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক খছরুজ্জামান খছরু, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বদরুদ্দোজা বদর, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর কৃষকদলের শিল্প বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিপন আহমদ, সাবেক ছাত্রদল নেতা এনাম আহমদ, সাবেক ছাত্রদল নেতা প্রিন্সিপাল আমির উদ্দিন পাবেল, মহানগর জাসাসের সভাপতি তাজ উদ্দিন আহমদ মাছুম, জেলা যুবদলের সদস্য শেখ খালেদুর রহমান সাঈদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন শিহাব, সাবেক ছাত্রদল নেতা সাঈদ রব্বানী চৌধুরী সুজন, সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য শেখ মোহাম্মদ দিপু, সাবেক ছাত্রদল নেতা সালেহ আহমদ চৌধুরী, তফজ্জুল হোসেন সুমন, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সুমন, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, সাবেক ছাত্রদল নেতা জালাল আহমেদ বুলবুল, মহানগর যুবদলের সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান হারুন, মহানগর যুবদলের তথ্য ও যোগাযোগ সম্পাদক সাদেকুর রহমান বাচ্চু, জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ সম্পাদক সাজিদুল ইসলাম সাজু, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান, যুবদল নেতা জামাল উদ্দিন, মহানগর যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল বাছিত, আহমেদ রুমেল, রুহুল আমিন, শামসুর রহমান, খালেদ আহমদ, আনোয়ার আহমদ, কাওসার আহমদ, আজাদ আহমদ, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমদ, জেলা যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদ আব্দুল্লাহ খান মিজান, আখতার আহমদ, জাবেদ আহমদ, ফরহাদ আহমদ ডালি, ছাত্রদল নেতা জাওয়াদ কোরেশী, রুহুল উদ্দিন, আনিসুর রহমান হিমেল, সুজন দেব, বদরুল আমিন, মাজহারুল ইসলাম, আল আমিন রাজ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল গাজী, নাসির আহমদ, আলী রাজ, সুলতান, আরিফ, মাজহারুল, হিমেল আহমদ রাফি, রাহাত হোসেন পাপ্পু প্রমুখ।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি অসুস্থ হওয়ায় দেশবাসী উৎকণ্ঠায় আছে। তাঁর সুস্থতা দেশের মানুষের আশা ও প্রার্থনা। আমরা বিশ্বাস করি, অত্যন্ত দ্রুত তিনি সুস্থ হয়ে জাতিকে আবারও নেতৃত্ব দেবেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকারের অধিকার এবং জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আজকের এই দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচি তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের প্রকাশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট