1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সমবেত প্রার্থনা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬ টায় নগরীর চকবাজারস্থ কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলার আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি রুবেল বড়ুয়া। প্রার্থনা সভা পরিচালনা করেন কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরো। অধ্যক্ষ ড. উপানন্দ মহাথেরো প্রার্থনা করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসুক যাতে জনগণের সেবা করতে পারে।
ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা মেনে নিতে পারে না তারাই জিয়া পরিবারের সঙ্গে অন্যায় অত্যাচার করে যাচ্ছেন। তারেক রহমান যতদিন নিরাপদ থাকবেন, যত দূরেই থাকুক এ দেশ ও এদেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই প্রার্থনা করি মহামতি গৌতম বুদ্ধের কাছে।

প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, মোহন বড়ুয়া, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, তাপস বড়ুয়া, দিবাকর বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সমর বড়ুয়া, মোহন বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী রণি বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া রুকু, দীক্ষিত বড়ুয়া, মিথুন বড়ুয়া, সূচয়ন বড়ুয়া, অন্নব বড়ুয়া মিথুন, জুয়েল বড়ুয়া, দোলন বড়ুয়া, কল্লোল বড়ুয়া, সুমন বড়ুয়া, রুবেল বড়ুয়া, পিপলু বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, মোহন বড়ুয়া, রোবেল বড়ুয়া, নিউটন বড়ুয়া, রিপন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া,পার্থিব বড়ুয়া, রণি বড়ুয়া, মাইকেল রাখাইন প্রমুখ উত্তর দক্ষিণ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট