1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

দেশে ফিরেছে দ্বীপের ম র দে হ, শে ষ কৃ ত্য হবে হবিগঞ্জ বাহুবলের পুটিজুড়িতে!

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

সুনির্মল সেন | জাতি-ধর্ম-নির্বিশেষে দেশে-বিদেশে লাখ লাখ মানুষের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ মঙ্গলবার (১৮ নভেম্বর) দেশে আসে।

বিমানের একটি ফ্লাইটে করে কফিনবন্দি মরদেহ মালয়েশিয়ার কুয়ালালমপুর থেকে ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ।এরপর দ্বীপের পরিবার মরদেহটি গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বীপঙ্কর দাস দ্বীপের মরদেহ ভোরে সিলেটে নিয়ে আসা হয় বুধবার (১৯ নভেম্বর) । পরে নিয়ে যাওয়া হয় সিলেটে নগরীর টিলাগড়স্থ গোপালটিলার বাসায়। শুভানুধ্যায়ীদের দেখার জন্য কিছু সময় মরদেহ সেখানে রাখা হয়।এরপর সবাই শ্রদ্ধা নিবেদন করার পর মরদেহের শেষকৃত্যর জন্য তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে নিয়ে যাওয়া হয়।

এদিকে, গত অক্টোবর মাসে উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় যান সকল মানুষের অত্যন্ত প্রিয় কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ । গত ১২ নভেম্বর বুধবার ভোরে কুয়ালালমপুরের একটি হাসপাতালে বুকে ব্যথা অনুভবের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

(কবি ও সিনিয়র সাংবাদিক)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট