1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

দ্বীপকে দেখেও দ্বীপ শিখা জালানো শিখ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

ডলার কামানো গোলামদের বিরুদ্ধে এক প্রতিবাদী নাম ক্রিয়েটিভ কন্টেইনার দ্বীপ!

সুনির্মল সেন | অশ্লীল-অসামাজিক-মাত্রাতিক্ত নোংরা কন্টেন্টের ভিড়ে একুশ বছর বয়সের দ্বীপঙ্কর দাস দ্বীপ যেনো আলোর দ্যোতি নিয়ে এসেছিলো আমাদের সমাজে।

অশ্লীল-অসামাজিকতার বিরুদ্ধে দ্বীপঙ্কর দ্বীপের কন্টেন্ট ছড়িয়ে-ছিটিয়ে দ্বীপই জালিয়ে রেখেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তার চলে যাওয়ার পর পরেই ডলার কামানোর নোংরা কনটেন্ট আমাদেরকে ব্যাপক কষ্ট দিয়েছে।

নিজেদের ডলার কামানোর জন্য ল্যাংটা- উলঙ্গ কন্টেন্ট বানাতে এখানে সবাই পারদর্শী, কিন্তু দ্বীপের মতো কন্টেন্ট
কেউ বানাতে রাজি নয়!

উলঙ্গ হয়েও ডলার চাই! সমাজের বাস্তবতার নিরিখে কন্টেন্ট বানিয়ে তো এতো তাড়াতাড়ি ডলার ইনকাম করা যায় না। এ ক্ষেত্রে দ্বীপঙ্কর দাস দ্বীপ ও তার পরিবার ছিল ব্যতিক্রম, অনন্য।

দ্বীপকে দেখেও দ্বীপশিখা জালানো শিখেনি অনেকেই। তাদের কাছে দ্বীপ থেকে ডলার বড়। দ্বীপের ভূয়া ভিডিও, এআই ভিডিও, ফেক ছবি প্রভৃতি দিয়ে চলছে ডলার কামানোর গোলামি।

দ্বীপের শেষকৃত্য অনুষ্টান সনাতন ধর্মীয় আচার অনুযায়ী বুধবার (১৯ নভেম্বর) তার গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবলের পুটিজুড়িতে হাজার হাজার ভক্ত ও শ্যূভানুদায়ীদের উপস্থিতে সম্পন্ন হয়েছে।

দ্বীপ যে নিরিখে কন্টেন্ট বানাতো আজ বুধবার ধর্মীয় আচার অনুযায়ী শেষকৃত্যের মধ্য দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। দ্বীপ দেহ ছেড়ে চলে গেলেও তার অসম আত্মা ওইসব অ-মানুষদের অশ্লীল-অসামাজিক কন্টেন্ট দেখে কষ্ট পাচ্ছে । প্রকৃত মানুষ মাত্রই সেটা বুঝতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে দেখলাম ডলার কামানোর গোলামরা দ্বীপের মা এর পুরাতন অসুস্থতার ছবি দিয়ে ডলার পুজা করছে! এইসব নোংরা চিন্তার কন্টেন্ট বানানো লোকদের প্রতি আমাদের সুস্থ মন-মানসিকতা সম্পন্ন মানুষদের ধিক্কার ও ঘৃণা সর্বত্র ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট