1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

ধর্মপাশায় “জামিয়া ইসলামিয়া মাদানিয়া ও এতিমখানা” মাদ্রাসার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

আবুল কালাম, ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় “জামিয়া ইসলামিয়া মাদানিয়া ও এতিমখানা” মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাদ্রাসার কর্তৃপক্ষ ওই মাদ্রাসার পাঠদান কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ওই মাদ্রাসার নূরানী শাখার শিক্ষার্থী মোঃ আবু কাওছার ও মোঃ জাহিদুল ইসলাম এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

আলোচনা সভায় জামিয়া ইসলামিয়া মাদানিয়া ও এতিমখানা” মাদ্রাসার সভাপতি মোঃ কলেজ মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক স্বাধীনের সঞ্চালনায় বক্তব্য দেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আব্দুল কাদির, আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলার জামলাবাজ দারুল উলুম আব্দুস সোবহান মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রসার প্রতিষ্ঠাতা উবায়দুল্লাহ আল-উসামা, উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের বাসিন্দা শিক্ষার্থী অভিবাবক মোঃ শহীদুল ইসলাম ও সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিবাবক, স্থানীয় সাংবাদিক দৈনিক জনপদ সংবাদ এর ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মোঃ এমারুল হক, সাপ্তাহিক কৃষাণ মাঝি’র ধর্মপাশা উপজেলা প্রতিনিধি আবুল কালাম ও দৈনিক আমার বার্তা’র ধর্মপাশা উপজেলা প্রতিনিধি শাহ মোঃ মনির হোসেন।

প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক স্বাধীন বলেন আমার একক প্রচেষ্টায় মাদ্রাসাটি সুনামের সহিত ইসলামিক দ্বীনি শিক্ষার কার্যক্রম ২০২১ সালে থেকে শুরু করে বর্তমানেও চলমান আছে। এটি ২০২১ সালে প্রথম কামলাবাজ গ্রামে চালুকরা হয়। সেখানে জায়গা সংকলন হওয়ায় অভিবাবকদের সম্মতি ক্রমে মাদ্রসাটি ১নং ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের নোয়াবন্দ (দক্ষিণপাড়া) গ্রামের সামনের সড়ক ধর্মপাশা উকিলপাড়া-নোয়াবন্দ সড়কের পাশে অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর করে পুনরায় চালু করে নূরানী শাখায় ১২জন এবং নাজেরা শাখায় ৩জন মোট ১৫জন শিক্ষার্থীকে পাঠদান চালিয়ে আসছে। এছাড়াও মাদ্রাসাটি অস্থায়ীভাবে তার কার্যক্রম পরিচালনা করলেও স্থায়ী ভবিষ্যতের চিন্তায় মাদ্রাসার নামে নির্দিষ্ট স্থান ক্রয়ের প্রচেষ্টা চলমান রয়েছে। এটিতে ৩জন মেয়ে এতিম শিক্ষার্থী আছে। তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়াসহ পাঠাদান দেওয়া হচ্ছে। এছাড়াও তিনি স্থানীয় শিক্ষার্থী অভিবাবক ও দেশের প্রভাবশালী ব্যাক্তিদের শিক্ষার্থী ও অর্থ সহায়তা দিয়ে সহযোগীতা করার আহবান করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট