
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, একটি শহরের অর্থনৈতিক বিকাশে ব্যবসা-বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে কর্মসংস্থান সৃষ্টি হয়, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায় এবং সাধারণ জনগণও উপকৃত হয়। সৎ, আন্তরিকতা ও গ্রাহকবান্ধব আচরণের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান দ্রুত মানুষের আস্থা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, সিলেটের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সততা, আন্তরিকতা ও ঐতিহ্যবাহী সেবা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সুনাম অর্জন করে আসছেন। সিলেট দেশের অন্যতম সমৃদ্ধ ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত। এই অবস্থান ধরে রাখতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোগ, আধুনিক সেবা এবং মানসম্মত পণ্যই ব্যবসাকে সামনে এগিয়ে নিতে পারে।
রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখে বলেন, ব্যবসায়িক সততা বজায় রেখে ব্যবসায় সাফল্য অর্জন সম্ভব। ব্যবসায়ীরা যদি গ্রাহকের সাথে আন্তরিক আচরণ করেন তবে সেই ব্যবসা কখনো পিছিয়ে পড়ে না।
সোমবার (১লা ডিসেম্বর) বেলা ২টায় নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ মিলিনিয়াম শপিং সেন্টারের ২য় তলায় রাজকন্যা শাড়ী ঘর এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল হক, জাবের আহমেদ, কাওসার আলম, কাওসার আহমেদ, সাকের আহমেদ, জাকির আহমদ, কামরান আহমেদ, রুবেল আহমেদ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।