1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

মেধা লালনের এক অনন্য কানন ‘প্রতিভা নিবাস’, নাবিলাহ্‌র ডিএমসি জয় যেন এক সার্থক রূপকথা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক | সীমান্তঘেঁষা জনপদ জকিগঞ্জের নিভৃত পল্লী থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজে জায়গা করে নেওয়া কোনো সাধারণ গল্প নয়। এটি এক অদম্য লড়াই এবং সেই লড়াইয়ের পেছনের কারিগর ‘প্রতিভা নিবাস’-এর স্বপ্নজয়ের আখ্যান। প্রতিভা নিবাসের শিক্ষার্থী রিফাহ সানজিদা নাবিলাহ্‌-র এই আকাশচুম্বী সাফল্য আজ জকিগঞ্জ ছাপিয়ে পুরো সিলেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

​আলোর দিশারি ‘প্রতিভা নিবাস,​ হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের অধীনে পরিচালিত ‘প্রতিভা নিবাস’ কেবল একটি আবাসন নয়, এটি মেধা বিকাশের এক সুরক্ষিত বাতিঘর। জকিগঞ্জ ও কানাইঘাটের সুবিধাবঞ্চিত কিন্তু প্রখর মেধাবী ছাত্রীদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই ২০২২ সালে এর যাত্রা শুরু হয়। এখানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনাব্যয়ে থাকা, খাওয়া এবং মানসম্মত শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয়। নাবিলাহ্‌র ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি প্রমাণ করলো যে, সুযোগ পেলে প্রান্তিক পর্যায়ের মেধাও বিশ্বজয় করতে পারে।

​প্রতিষ্ঠানটির এই গর্বিত মুহূর্তে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব মোঃ কুতুব উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “মেজর (অব.) নাজিম উদ্দীন মজুমদারের পরিশ্রম এবং প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফিজ আহমেদ মজুমদারের দূরদর্শী চিন্তার ফসল এই প্রতিভা নিবাস। নাবিলাহ্‌ আমাদের প্রথম ব্যাচের ছাত্রী। তার এই অর্জন আমাদের সেই স্বপ্নকে সত্য করেছে, যে স্বপ্নের বীজ আমরা মরহুমা বেগম হাফসা মজুমদারের স্মৃতিকে আঁকড়ে ধরে বুনেছিলাম।”

​প্রতিভা নিবাসের অভিভাবক তথা সুপার লিজা বেগম যেন আজ নিজের সন্তানের সাফল্য দেখছেন। তিনি জানান, “নাবিলাহ্‌র এই জয় আমাদের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমের ফসল। আমরা চেয়েছিলাম আমাদের মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে, নাবিলাহ্‌ তা করে দেখিয়েছে। সে ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে দেশের সেবা করবে—এটাই আমাদের সার্থকতা।”

​হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজে এখন উৎসবের আমেজ। নাবিলাহ্‌র এই বিজয় শুধু তার একার নয়; এটি প্রতিভা নিবাসের প্রতিটি ছাত্রীর জন্য এক নতুন আশার আলো। সাধারণ পরিবারের একটি মেয়ে কীভাবে প্রতিভা নিবাসের ছত্রছায়ায় নিজেকে গড়ে তুলে দেশের শীর্ষস্থানে পৌঁছাতে পারে, নাবিলাহ্‌ এখন তার জীবন্ত উদাহরণ।

​বিনয়ী ও স্বপ্নবাজ নাবিলাহ্‌ তার সাফল্যের সবটুকু কৃতিত্ব দিয়েছেন মহান আল্লাহ এবং তার পরম মমতা দিয়ে আগলে রাখা ‘প্রতিভা নিবাস’ কর্তৃপক্ষকে। আগামী দিনের এক জনবান্ধব চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর নাবিলাহ্‌র এই জয়যাত্রা অব্যাহত থাকুক—এমনই প্রত্যাশা এলাকাবাসীর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট