1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

নমিনেশন না পেয়ে বিএনপির হিন্দু নেতারা হতাশ: নিজ ফেসবুক পোস্টে ক্ষোভ ঝাড়লেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হিন্দু নেতারা নমিনেশন না পাওয়ায় তীব্র হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন— “বিএনপির হিন্দু নেতারা জাতীয় সংসদের নমিনেশন না পেয়ে হতাশ।

আগেই বলেছিলাম— কোনো রাজনৈতিক দলের চামচামি, চাটুকারিতা না করে আসুন সবাই মিলে জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পদ্ধতি বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন করি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকাসহ পৃথিবীর সকল দেশের সমর্থন ছিল। কিন্তু দালালি, চাটুকারিতা যাদের রক্তে মিশে আছে, তারা স্বাধীন হবে কেন?”

তিনি আরও লেখেন, রাজনৈতিক দলগুলোর কাছে হিন্দু সম্প্রদায়ের নেতাদের মূল্যায়নের অভাব বহুদিনের সমস্যা। নমিনেশন বঞ্চনার ঘটনা আবারও প্রমাণ করেছে—

হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় দলীয় ভরসা নির্ভরযোগ্য নয়।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাবি করেন, হিন্দুদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা ও সংরক্ষিত আসন বাস্তবায়ন এখন সময়ের দাবি। সে লক্ষ্যেই ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।

#বাংলাদেশ #বিএনপি #হিন্দুনেতা #নমিনেশনবঞ্চনা #গোবিন্দচন্দ্রপ্রামাণিক #সংরক্ষিতআসন #পৃথকনির্বাচনব্যবস্থা #সংখ্যালঘুরঅধিকার

সূ ত্র: d e b a l o y m e d i a n e w s

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট