1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বাম সংগঠনের মিছিল ৪ ডিসেম্বর

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি:
বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী লালদিয়া-পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে আগামীকাল ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন কাম অফিস ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে আগামীকাল ৪ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন কাম অফিস ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

লালদিয়ায় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনর্মার্কের কোম্পানি এপিএম টার্মিনালের সাথে ৩০ বছরের জন্য সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি এবং পানগাঁও এ নিজস্ব অর্থায়নে তৈরি চট্টগ্রাম বন্দরের নৌ টার্মিনাল পরিচালনা করার জন্য সুইজারল্যান্ডের কোম্পানির সাথে সম্পাদিত ২২ বছর মেয়াদী চুক্তি বাতিল, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গা বে-১ ও বে-২ টার্মিনাল এবং মংলা বন্দর বিদেশি সাম্রাজ্যবাদী কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ করার দাবিতে এবং মার্কিন-ভারতসহ সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির সাথে সম্পাদিত সকল চুক্তি প্রকাশ ও জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তিসমূহ বাতিলের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জোট ও দলসমূহের পক্ষ থেকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৩ ডিসেম্বর সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বন্দরসহ জাতীয় সম্পদ রক্ষা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে আগামীকালের যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করার জন্য উভয় জোট ও দলের নেতাকর্মী ও সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট