1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী পরিষদের প্রথম সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী পরিষদের প্রথম সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নতুন পরিষদের দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, রেড ক্রিসেন্টের মূল ভিত্তি মানবতা, সেবা এবং স্বেচ্ছাসেবার চেতনা। আগামী দিনে রক্তদান কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে। এসময় তারা পথচলায় সবার সহযোগিতা কামনা করে বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্টকে সবার সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

রেড ক্রিসেন্টে সোসাইটির সিলেট ইউনিটের চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিত সিংহের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নব’নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, সদস্য আব্দুল্লাহ আল মামুন সামান, নিঝর রায়, আবু সাইদ মো. ইব্রাহিম, এম কামরুজ্জামান দিপু, পারভেজ আহমেদ, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট