1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজার কুড়ারবাজারে বিএনপি অঙ্গ-সংগঠনের জনসভা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
বিয়ানীবাজার কুড়ারবাজারে বিএনপি অঙ্গ-সংগঠনের জনসভা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)-এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং বিএনপির জন্য চ্যালেঞ্জ। আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে অদৃশ্য শত্রুরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হচ্ছে দেখে ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। এব্যাপারে জাতীয়তাবাদী শক্তিকে সদা সতর্ক থাকতে হবে।

তিনি রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জনসভায় উপজেলা, কুড়ারবাজার ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৫নং ওয়ার্ড সভাপতি মছলু আহমদের সভাপতিত্বে, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন চৌধুরী ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, সহ-সভাপতি আতাউর রহমান, হারুনুর রশীদ, ফয়সল উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মুকিদ, উপজেলা যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জামিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ চৌধুরী, বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে আলমগীর হোসেন, ইমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, মজির উদ্দিন মড়াই, সাইফুল ইসলাম, আব্দুল হাফিজ, শাহীন আহমদ ও বাহার উদ্দিন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট