৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিলেটসহ দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সারাজীবন কাজ করে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, গোটা জাতির প্রত্যাশা। আমরা দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা তাঁর জন্য দোয়া করুন, যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশের গণতান্ত্রিক ধারাকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তিনি যে শারীরিক সংকটে রয়েছেন, তাতে সর্বস্তরের মানুষের সহানুভূতি, ভালোবাসা ও প্রার্থনাই হতে পারে তাঁর জন্য সবচেয়ে বড় শক্তি। হুমায়ুন কবির দেশবাসীর প্রতি দোয়ার পাশাপাশি মানবিক সহমর্মিতা ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশনেত্রীর অসুস্থতার এই সময়ে বিভাজন নয়, ঐক্য, সহমর্মিতা ও দোয়া প্রয়োজন। আমরা আশা করি, দেশবাসীর ভালোবাসা ও দোয়া তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে।