1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

ভারতে বিয়ের মাত্র ১ ঘণ্টা আগে হবু বরের হামলায় প্রাণ গেল নারীর

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতের গুজরাটের ভাবনগর শহরে বিয়ের মাত্র এক ঘণ্টা আগে হবু বরের হাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন এক নারী। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে পূর্ব নির্ধারিত বিয়ের আগে শাড়ি ও টাকা-পয়সা নিয়ে বিতন্ডার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহত নারীর নাম সোনি হিম্মত রাঠোড় এবং অভিযুক্ত হবু বরের নাম সজন বারাইয়া। তারা প্রায় দেড় বছর ধরে ভাবনগর শহরের তেকরি চৌকের কাছে প্রভুদাস লেক এলাকায় একসঙ্গে বসবাস করছিলেন। পরিবারের অমত থাকা সত্ত্বেও তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং শনিবার রাতে তাদের বিয়ের কথা ছিল। বিয়ের অধিকাংশ আচার-অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গিয়েছিল।

বে, বিয়ের ঠিক এক ঘণ্টা আগে সোনি ও সজনের মধ্যে শাড়ি এবং টাকা নিয়ে তীব্র ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রাগের মাথায় সজন একটি লোহার পাইপ দিয়ে সোনিকে বেধড়ক মারধর করে এবং তার মাথা দেয়ালে সজোরে ঠুকে দেয়। এতে ঘটনাস্থলেই সোনির মৃত্যু হয়।

হত্যাকাণ্ড ঘটানোর পর সজন ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোনির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত সজন শনিবার প্রতিবেশীদের সাথেও ঝগড়া করেছিল এবং সেই ঘটনায় তার বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগও দায়ের করা হয়েছিল। এখন এই হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।

সূ ত্র : দৈ নি ক শ্যা ম ল সি লে ট

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট