
মহান বিজয় দিবস উপলক্ষে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শাহদত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাস থেকে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী সহকারে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও হোস্টেল সুপার মোঃ আলমগীর, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ আলমগীর হোসেন, প্রভাষক মনির হাসান, প্রভাষক ফজলে রাব্বি চৌধুরী, প্রভাষক মোঃ রিপন মিয়া, প্রভাষক মোঃ জাকির হোসেন, প্রভাষক মোঃ আশরাফুল আলম প্রমুখ।