1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ময়নামতি রেজিমেন্ট ৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের মহান বিজয় দিবস উদযাপন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
ময়নামতি রেজিমেন্ট ৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়নামতি রেজিমেন্ট ৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের উদ্যোগে কুচকাওয়াজ, বিজয় র‌্যালি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিজয় র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সিলেট অঞ্চলের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক মেজর প্রফেসর ড. তোফায়েল আহমদের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়।

র‌্যালিটি রিকাবিবাজারস্থ জেলা স্টেডিয়ামের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার লেঃ মোঃ মনিরুল ইসলাম, লেঃ জেবা আমাতুল হান্না, পিইউও চম্পক কুমার বর্মন, পিইউও মোঃ আলী আকবর টিইউও মোঃ মজির উদ্দীন, বিভিন্ন সামরিক প্রশিক্ষক ও বিভিন্ন বিএনসিসি কর্মকর্তাবৃন্দ। র‌্যালিতে অংশগ্রহণ করেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের বিএনসিসি প্লাটুনের শতাধিক ক্যাডেটবৃন্দ।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রথমে কুচকাওয়াজ, বিজয় র‌্যালি সহ বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট