1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন : সৈয়দ সাফেক মাহবুব

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন : সৈয়দ সাফেক মাহবুব

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেছেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে কেবল একটি উৎসবের দিন নয়, বরং একটি দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব, সাহসিকতা ও দূরদর্শিতায় বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে। তিনি মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে সম্মুখযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নগরীর বাগবাড়িতে মহান বিজয় উপলক্ষ্যে আলোর পথে শ্রমিক সংগঠন আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপি নেতা আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুুর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি একরাম হোসেন মারুফ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির, সিলেট মহানগর শ্রমিক দল ৩নং ওয়ার্ডের আহবায়ক আনোয়ার হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ৩নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইব্রাহিম আহমদ মুনা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা ও নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। জিয়াউর রহমানের দেশপ্রেম, আত্মত্যাগ ও আদর্শ আজও জাতিকে অনুপ্রেরণা জোগায়। তিনি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও তার আদর্শে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলোর পথে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল আহমদ শিমুল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা উলামা দলের সভাপতি মো. সজিব আহমদ, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সংগঠনের অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ অর্থ সম্পাদক মো. আকবর মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. সমছু মিয়া, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মো. নান্নু মিয়া, সংগঠনের নির্বাহী সদস্য মো. কাশেম মিয়া, মো. জাবেদ মিয়া, কালা মিয়া, ময়না মিয়া, সেলিম আহমদ, জাফর আহমদ, মো. আলী মিয়া, জালাল মিয়া, মিলন আহমদ, আহমদ হোসেন, জুনেদ আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মো. ইউনুস মিয়া। সবশেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট