1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করেছেন সিলেটের লায়ন সানজিদা খানম

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারি লায়ন সানজিদা খানম-কে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটি।

গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি ও সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটির যৌথ উদ্যোগে “আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক এর কাছ থেকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন সমাজসেবী লায়ন সানজিদা খানম।
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটির চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও মহাসচিব এস.এম. আনোয়ার হোসেন অপু’র পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটগরিতে গুণীজনদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট