
রংপুর প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সম্প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সহ-সভাপতি এ্যাড. নিকুঞ্জ বিহারী রায়, জেলা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. নরেশ চন্দ্র সরকার ও লালমনিরহাট জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রূপকান্ত বর্মন।