আজ ৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৪১৮ এর অন্তর্ভূক্ত লালাবাজার মাইক্রোবাস শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, লালাবাজারের প্রিয় ভাই-বোনেরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এলাকার উন্নয়ন, মানুষের অধিকার, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে।
এম এ মালিক বলেন "আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। গত ১৫ বছর ধরে আপনারা দেখেছেন— বাংলাদেশের মানুষ কিভাবে নির্যাতন, অবিচার ও দমন-পীড়নের শিকার হয়েছে।
আমাদের গণতন্ত্রের জননী, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাঁকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ, বিশেষ করে ভারতের কিছু মহলের যোগসাজশে।"
তিনি আরও বলেন "তবুও আমরা থেমে থাকিনি। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি— বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে। এই নির্বাচনে ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।"
মালিক বলেন "আমি একজন সাধারণ কর্মী, একজন শ্রমিকের সন্তান। আমার বাবা একজন প্রবাসী শ্রমিক, আমার পরিবার এই এলাকারই মানুষ। আমি লালাবাজার স্কুলে পড়েছি, এই মাটিতেই বড় হয়েছি। তাই আমি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে সহযোগিতা ও ভালোবাসা প্রার্থনা করছি— যেন আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের হয়ে এই নির্বাচনে লড়াই করতে পারি।"
তিনি উল্লেখ করেন "আমাদের লক্ষ্য একটাই —
বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের স্বাধীনতা ও মর্যাদা পুনরুদ্ধার করা, এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। মহান আল্লাহর কাছে দোয়া করছি, যেন আসন্ন নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, এবং আমরা ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারি।"
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, লালাবাজার মাইক্রোবাস শাখার সাবেক সাংগঠনিক ও সাধারণ সম্পাদক, মোঃ একরাম আলী প্রমূখ।