শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এবং মহানগরের সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু।
বুধবার (১লা অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় জাগপা’র নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য প্রতীক। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ- এখানে সব ধর্মের মানুষ পরস্পরের প্রতি সহনশীলতা ও শ্রদ্ধা প্রদর্শন করে আসছেন।
জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরে সভাপতি শাহজাহান আহমদ লিটন বলেন, “শারদীয় দুর্গাপূজা দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আরও সুদৃঢ় করবে। এ উৎসবের মধ্য দিয়ে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের আদর্শ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে।”