1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় : প্রফেসর ড. সাজেদুল করিম

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় : প্রফেসর ড. সাজেদুল করিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডক্টর মো. সাজেদুল করিম বলেছেন, ছাত্র সমাজ দেশ জাতির আগামীর কর্ণধার। তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে জাতির নেতৃত্বের যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রচলিত শিক্ষাব্যবস্থায় নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তাই এর পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ^মানের শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। কারণ শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।

তিনি বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জে ডক্টর এনামুল হক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি প্রভাষক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলশাইন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল আলম, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, গোলাপগঞ্জ জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার শীল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির সিনিয়র প্রভাষক, কুহেলি পাল চৌধুরী, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক জামাল উদ্দিন, নিউজিল্যান্ড কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক শিক্ষক মোস্তফা কামাল আলমগীর, বৃটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুলের শিক্ষক মোঃ আলাউদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিব্বির আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ, নাদির আহমদ ও রুহুল আমিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, আমাদের আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। ২০২৪ এর জুলাই আন্দোলনে তাদের গৌরবোজ্জল ভুমিকা বিশ^বাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। জাতির বৃহত্তর সেবায় নিজেকে উৎসর্গ করতেই আমি শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছি। সিলেট শহরের কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। শিক্ষার প্রসারে কাজ করাকে আমি নৈতিক দায়িত্ব বলে মনে করি। নিজের উপজেলার শিক্ষার্থীদের উৎসাহিত করতে আজকের এই উদ্যোগ। এর ধারা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট