সুরমা-কুশিয়ারার জলে ভেজা সিলেট প্রাচীনকাল থেকেই এক সমৃদ্ধ জনপদ। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিতে গড়া এ অঞ্চলকে প্রকৃতিও সাজিয়েছে অপরূপভাবে। গাজী বুরহান উদ্দিন (রহঃ) ও শাহজালাল (রহঃ)-এর আগমনে সিলেটে গড়ে ওঠে এক আধ্যাত্মিক পরিবেশ। সহমর্মিতা, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির নিদর্শন হিসেবে সিলেট পরিচিত ‘দুটি পাতা একটি কুড়ির শহর’, ‘শান্তির জনপদ’, ‘আধ্যাত্মিক নগরী’ ও ‘পর্যটনের নগরী’ নামে।
স্বপ্নবাজ তারুণ্যের প্লাটফর্ম ক্লিন সিটি সিলেট- এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও সচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া হয় সিলেট তথা বাংলাদেশের একমাত্র তারবিহীন রাস্তা হযরত শাহজালাল (রহঃ) এর মাজারের মেইন গেইট থেকে মুল সড়কের নূরজাহান হসপিটাল পর্যন্ত রাস্তা।
মূলত এই পরিচ্ছন্নতার কার্যক্রমটি আমরা আমাদের অসচেতন মানুষিকতায় রাস্তার বিভিন্ন স্থানে ডাস্টবিন ব্যবহার না করে ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেই, সেই অভ্যাসটি পরিহার করার জন্য সচেতনতা তৈরি করতে আমরা নিয়মিত ইভেন্টগুলি পরিচালনা করছি।
আপনার আমার সচেতনতাই পারবে আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাই আসুন আমাদের বদ অভ্যাসটুকু পরিবর্তন করি, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলি।
আমরাই গড়বো আগামীর সুন্দর পরিচ্ছন্ন শহর।