
দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার বলেছেন, “দুর্নীতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ সহ সকলের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধই পারে একটি সৎ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।
তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে শিশু-কিশোরদের মধ্যে সততা ও ন্যায়পরায়ণতার চর্চা বাড়াতে হবে। দেশকে উন্নয়ন গতিতে এগিয়ে নিতে হলে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহির সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করতে হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরীর রামেরদিঘীর পারস্থ সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মেলন কক্ষে কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে. কর্নেল মুনির আহমেদ কাদেরী (অব:) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সা’দাৎ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী।
সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ এর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, শাবিপ্রবির শিক্ষার্থী ইকরা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।