
সিলেট সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন সনদ পত্র লাভ করেছে সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিক এর কাছ থেকে রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও এসোসিয়েশনের সহ সভাপতি সাংবাদিক কাওছার চৌধুরী, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সহ সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মীর্জা আবুল কাসেম স্বপন, উপদেষ্টা মো. জামান উদ্দিন, মো. আব্দুস সোবহান, শায়েস্তা মিয়া, এখলাছুর রহমান তালুকদার, সিপার মিয়া, মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।