
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমেরিকা মিশিগান ষ্টেইট বিএনপির ১ যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু।
রবিবার ৭ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, মহান আল্লাহর নিকট আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।
যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল হোসেন লিলু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহবান জানিয়েছেন।