সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তার, চলমান কারাবাস শেখ হাসিনার সরকার পরবর্তী বিচারব্যবস্থার জন্য একটি বড় কালো অধ্যায়।
বর্তমান সরকার একজন সাবেক প্রধান বিচারপতিকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে কারাগারে পাঠিয়েছে।
গত আওয়ামী লীগের সরকারের আমলে সাবেক কোনো প্রধান বিচারপতিকে কারাগারে যেতে হয়নি। খায়রুল হককে এমন একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যার সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পর্কই ছিলো না।
উপরের কথাগুলো ব্রিটিশ সাংবাদিক, কলামিস্ট ডেভিড বার্গম্যানের। তাঁর অভিযোগ, "দেশে বিপুলসংখ্যক স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, গ্রেপ্তার চলছে। এগুলোর সংখ্যা প্রমাণভিত্তিক মামলার সংখ্যার চেয়ে অনেক বেশি।"
তিনি বলেন,"সাবেক প্রধান বিচারপতিকে তাঁর অবস্থানের কারণে গ্রেপ্তার করার ঘটনা এই সরকারের বিচারিক প্রতিশোধপরায়ণ রাজনীতির নিদর্শন। কোনো বিচারককে তার দেওয়া রায়ের জন্য বিচার করার বিধান নেই। বিচারিক সিদ্ধান্ত যত বিতর্কিতই হোক, তা কোনো অপরাধ নয়। শুধু আটককাল বাড়ানোর জন্য গ্রেপ্তার হওয়ার পর খায়রুল হকের বিরুদ্ধে প্রমাণবিহীন ও মিথ্যা কয়েকটি মামলা দায়ের হয়েছে।"
বার্গম্যান আক্ষেপ করে বলেন, "যারা একসময় বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের রাজনৈতিক অপব্যবহারের কঠোর সমালোচক ছিলেন; তারা এখন হয় নিজেরাই এই অন্যায়ের সহযোগী হয়েছেন, নয়তো সব দেখেও মুখে কুলুপ এঁটে আছেন। যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা আগে নিন্দা করতেন, এখন সেটিকেই তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন।" এসব নিয়েই সুখবর ডটকমের প্রতিবেদন।
আপনি কী ডেভিড বার্গম্যানের বক্তব্যের সঙ্গে একমত? নাকি ভিন্নমত আছে আপনার? আপনার মতামত জানতে আগ্রহী, জানান মন্তব্যে।
#অনুলিখন:#সুনির্মলসেন