1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

সিআইডি’র এসআই ছুরিকাঘাত: পুলিশের অভিযানে সাত ঘন্টায় রাজু গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

সুনির্মল সেন: সিলেটে সিআইডির এসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাইবার মামলার আসামী রাজুকে ৭ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে সিআইডি ও এসএমপির যৌথ অভিযানকারী দল।

সিলেটে সাইবার সুরক্ষা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতারের সময় সিআইডির একজন কর্মকর্তাকে ছুরিকাঘাত করার পর পালিয়ে গেলে, মাত্র ৭ ঘণ্টার মধ্যে সিআইডি ও এসএমপির যৌথ অভিযানকারী দল তাকে গ্রেফতার করে।

যার ধারাবাহিকতায়,সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এসএমপির কোতোয়ালী মডেল থানার সাগরদিঘীরপাড় এলাকায় কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিআইডির এসআই খোরশেদ আলম।

এ সময় আসামি রাজু তাকে ধারালো ছুরি দিয়ে বাম বগলের নিচে আঘাত করে গভীর ক্ষত সৃষ্টি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় এসআই খোরশেদ আলমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিক, ৯ ডিসেম্বর ভোর ৩টা ৫৭ মিনিটে সিআইডির ফোর্স এবং সিএমপি কোতোয়ালী ও এয়ারপোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে এয়ারপোর্ট থানাধীন মজুমদারী এলাকার সৈয়দ বাড়ির একটি মেস থেকে রহিম উদ্দিন রাজুকে ৭ ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করা হয়।

তল্লাশির সময় তার নিকট থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘কেন্দ্রীয় সদস্য’ পরিচয়যুক্ত একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রহিম উদ্দিন রাজুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পেনাল কোডের বিভিন্ন ধারায় মারামারি, অস্ত্র, চুরি, হামলা, ব্ল্যাকমেইলিংসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অপরাধের কথা স্বীকার করেছে।

গ্রেফতারের পর, আসামি রহিম উদ্দিন রাজুর দেখানো স্থানে অভিযান চালিয়ে এসআই খোরশেদ আলমকে আঘাত করতে ব্যবহৃত ছুরিটি সাগরদিঘী এলাকার সরকারি নালা থেকে উদ্ধার করা হয়েছে।

অস্ত্রোপচারের পর এসআই খোরশেদ আলম বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সিআইডির কনস্টেবল বাদী হয়ে নতুন অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে নিয়মিত মামলায় রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

আসামি ও সংশ্লিষ্ট সব তথ্যের ভিত্তিতে তদন্ত চলমান থাকবে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট