
স্টাফ রিপোর্ট:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মঙ্গলবার (২ ডিসেম্বরে) সকাল ৮টায় শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন করেন।
এসময় এসএমপি শাহপরান (রহ:) থানার অফিসার ইনচার্জ (ওসি), খান মুহাম্মদ মাইনুল জাকির’র নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনারকে স্যালুট প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় শাহপরান (রহ:) থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, থানার ভৌত অবকাঠামো, ম্যাসের খাবারের মান, জব্দকৃত আলামত এবং সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন।

এছাড়া তিনি থানার পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তাঁদের খোঁজ-খবর নেন এবং উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ কমিশনারের সাথে উপস্থিত ছিলেন-উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি,, সহকারী পুলিশ কমিশনার (শাহপরান (রহঃ) আলী ফরিদ আহমেদসহ থানার পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ।
#প্রতিবেদন #journalist #Sunirmal #Sen