1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

সিলেটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং সমাজে নিরাপদ পরিবেশ তৈরির জন্য বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন জরুরি। আইন প্রয়োগের সঠিক বাস্তবায়ন, ভুক্তভোগীদের আইনি সহায়তা বৃদ্ধি এবং সচেতনতা কার্যক্রম আরো জোরদার করতে হবে। তিনি বলেন, ইসলামে নারীদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। সেই আলোকে দেশ ও সমাজে আমাদের মায়ের জাত নারীদের সম্মান প্রদর্শনের মাধ্যমে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। সমাজ, দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষ সম্মিলিত ভাবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শিক্ষা, চাকুরী, অর্থনীতি, সমাজ উন্নয়নে অবদান ও নিজের পায়ে দাঁড়ানো নারীদের সফলতার ভূয়সী প্রশংসা করে অন্যান্য নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
তিনি গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবায়াৎ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।
শিশু অধিকার কর্মকর্তা পিয়াংকা দাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনাক’র সভাপতি এডভোকেট শিরীন আক্তার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, প্রোগ্রাম অফিসার নুসরাত জহির।
অনুষ্ঠানে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সহ অতিথিবৃন্দ। তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী বিয়ানীবাজারের কলসুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী গোলাপগঞ্জের চিরশ্রী পৈত্য, সফল জনন সিলেট নগরীর কেওয়াপাড়ার মোছাঃ গুলরাজ বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী বিয়ানীবাজারের পারভীন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সিলেট নগরীর হাউজিং এস্টেটের রিফাত আরা রিফা। এছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকগণ ও বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট