1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

সিলেটে বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকের উপর হামলা, আটক ২

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
Screenshot

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুতে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির। তিনি বলেন- সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকৃতদের নাম-ঠিকানা ও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে সিলেট মহানগরের বন্দর বাজারসহ বিভিন্ন এলাকার মসজিদে জুমআর নামাজ আদায় করে শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রজনতা। এতে ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সব মিছিল গিয়ে শেষ হয় চৌহাট্টায়। সেখানে রাস্তা অবরোধ করে প্রায় ঘাণ্টা খানেক সময় সড়ক অবরোধ করে রাখেন ছাত্রজনতা।

তার আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে এনসিপি, ইনকিলাব মঞ্জ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দেলনের নেতাকর্মী এবং জুলাই-যোদ্ধারা বিক্ষোভ মিছিল বের করেন। রাত ১১টা থেকে মহানগরের চৌহাট্টায় জড়ো হতে থাকেন তারা। পরে পৌনে ১২ টার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে এক পর্যায়ে সিলেট মহানগরের জেলরোডে অবস্থিত প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

এতে ভাঙচুর হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া চৌহাট্ট এলাকার জনপ্রিয় একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মিছিল শেষে চৌহাট্টায় ফিরে রাত প্রায় ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এদিকে, হাদীর মৃত্যুর খবর জানার পরপরই চৌহাট্টাসহ সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট মহানগরীতে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ।

একই রাতে রাজধনী ঢাকায় জড়ো হওয়া মিছিল বাংলাদেশের বহুল প্রচারিত ও প্রকাশিত বাংলা “দৈনিক প্রথম আলো” ও ইংরেজি “দৈনিক দি ডেইলি ষ্টার” এই ২টি পত্রিকা অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দি ডেইলি ষ্টারের মহিলা সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হাদীর মৃত্যুর খবরে বন্দরনগরী চট্টগ্রামে জড়ো হওয়া মিছিল ভারতীয় সহকারী হাই কমিশনারের বাস ভবনে হামলার চেষ্টা, আটক ১২ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট